আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১০২
নবী (ﷺ) ডান হাতে আংটি পরিধান করতেন
১০২।কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... জা’ফর ইবন মুহাম্মাদ (রাহঃ) হতে বর্ণিত। তিনি তাঁর পিতার সূত্রে রিওয়ায়াত করেন যে, ইমাম হাসান (রাযিঃ) ও ইমাম হুসাইন (রাযিঃ) বাম হাতে আংটি পরিধান করতেন।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ قَالَ : كَانَ الْحَسَنُ وَالْحُسَيْنُ يَتَخَتَّمَانِ فِي يَسَارِهِمَا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ১০২ | মুসলিম বাংলা