আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৯১
রাসূলুল্লাহ (ﷺ) -এর আংটির বিবরণ
৯১।মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)..... আনাস ইবন মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন : নবী (ﷺ) -এর আংটিতে ’মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ)’ অংকিত ছিল। ‘মুহাম্মাদ’ এক লাইনে, ‘রাসূল’ এক লাইনে এবং আল্লাহ্’ এক লাইনে।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ ثُمَامَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ نَقْشُ خَاتَمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مُحَمَّدٌ سَطْرٌ ، وَرَسُولٌ سَطْرٌ ، وَاللَّهُ سَطْرٌ.
