আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮০
রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৮০। আহমাদ ইবন মানী’ (রাহঃ)... সূদ্দী (রাহঃ) হতে বর্ণিত, তিনি বলেন আমাকে হাদীস শোনান ’আমর ইবন হুরায়ছ। তিনি (আমর) বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে তালিযুক্ত স্যান্ডেল পরে সালাত আদায় করতে দেখেছি।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ قَالَ : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنِ السُّدِّيِّ قَالَ : حَدَّثَنِي مَنْ سَمِعَ عَمْرَو بْنَ حُرَيْثٍ يَقُولُ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْنِ مَخْصُوفَتَيْنِ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৮০ | মুসলিম বাংলা