আমর ইবন হুরায়স (রাঃ)
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
আমর ইবন হুরায়ছ রাযি.-এর পরিচয় হযরত আমর ইবন হুরায়ছ রাযি. কুরায়শ গোত্রের শাখা বনূ মাখযূমের লোক। তাঁর ডাকনাম আবু সা'ঈদ। তিনি হিজরতের দু'বছর আগে জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময় তাঁর বয়স হয়েছিল ১২ বছর। তাঁর পিতা হুরায়ছ এবং ভাই সা'ঈদও সাহাবী ছিলেন। হযরত আমর রাযি. বলেন, আমার পিতা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন আমি একজন বালক। তিনি আমার জন্য বরকতের দু'আ করেন এবং আমার মাথায় হাত বুলিয়ে দেন। এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে মদীনা মুনাউওয়ারায় বাড়ি করার জন্য এক খণ্ড জমি দিয়েছিলেন। হযরত আমর রাযি. বলেন, একবার আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলাম। তখন একটি উট জবাই করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির গোশত বিতরণের তদারকি করছিলেন। যে ব্যক্তি বিতরণ করছিল তাকে তিনি বললেন, আমরকে এক ভাগ দিয়ো। কিন্তু সে আমার কথা ভুলে গেল, আমাকে কিছু দিল না। পরবর্তী দিন আমি... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী