আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭৮
রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৭৮।ইসহাক ইবন মুসা আনসারী (রাহঃ)... উবায়দ ইবন জুরায়জ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি ইবন উমর (রাযিঃ)-কে বললাম, আপনি লোমশূন্য স্যান্ডেল পরিধান করছেন, এর কারণ কি? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে লোমশূন্য স্যান্ডেল পরিধান করতে দেখেছি এবং তাঁকে ঐ স্যান্ডেল পরে ওযূ করতেও দেখেছি। তাই আমি লোমশূন্য স্যান্ডেল অধিক পছন্দ করি।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ : حَدَّثَنَا مَعْنٌ قَالَ : حَدَّثَنَا مَالِكٌ قَالَ : حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ ، أَنَّهُ قَالَ لِابْنِ عُمَرَ : رَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ ، قَالَ : إِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعَرٌ ، وَيَتَوَضَّأُ فِيهَا ، فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৭৮ | মুসলিম বাংলা