আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭৭
রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৭৭।আহমাদ ইবন মানী’ (রাহঃ)... ‘ঈসা ইবন তাহমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আনাস ইবন মালিক (রাযিঃ) আমাদের সম্মুখে দু’টি লোমশূন্য স্যান্ডেল নিয়ে আসেন। আর ঐ স্যান্ডেল দু’টিতে দু’টি করে চামড়ার ফিতা ছিল। তিনি (আহমাদ) বলেন, সাবিত (রাহঃ) আমাকে আনাস (রাযিঃ) সূত্রে হাদীস শোনান যে, ঐ স্যান্ডেল দু’টি ছিল রাসূলুল্লাহ (ﷺ) -এর।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ : حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ : حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ قَالَ : أَخْرَجَ إِلَيْنَا أَنَسُ بْنُ مَالِكٍ نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ لَهُمَا قِبَالاَنِ.
" قَالَ : فَحَدَّثَنِي ثَابِتٌ بَعْدُ عَنْ أَنَسٍ أَنَّهُمَا كَانَتَا نَعْلَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৭৭ | মুসলিম বাংলা