আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭৫
১১- রাসূলুল্লাহ (ﷺ) পাদুকার বিবরণ
৭৫।মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ)... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি আনাস ইবন মালেক (রাযিঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) -এর পাদুকা কেমন ছিল? বললেন তাঁর পাদুকায় দু’টি করে চামড়ার ফিতা ছিল।
بَابُ مَا جَاءَ فِي نَعْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ : حَدَّثَنَا هَمَّامٌ ، عَنْ قَتَادَةَ قَالَ : قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ : كَيْفَ كَانَ نَعْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ : لَهُمَا قِبَالاَنِ.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৭৫ | মুসলিম বাংলা