আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭৪
রাসূলুল্লাহ (ﷺ) এর মোজা ব্যবহার
৭৪।কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... মুগীরা ইবন শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ দিহয়া কালবী (রাযিঃ) নবী (ﷺ)-কে এক জোড়া মোজা হাদিয়া দেন। তিনি তা পরিধান করতেন। ইসরাঈল (রাহঃ) জাবির ও আমির (রাহঃ) সূত্রে বর্ণনা করেন, তিনি জুব্বাটিও পরিধান করেন এবং তা ছিঁড়ে যায়। ঐ মোজা দু’টির চামড়া যবেহকৃত জন্তুর ছিল কিনা জানতে পারেননি।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, সনদে আবু ইসহাক (রাহঃ) রয়েছেন, তিনি হলেন আবু ইসহাক শায়বানী এবং নাম হচ্ছে সুলায়মান।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ ، عَنِ الْحَسَنِ بْنِ عَيَّاشٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنِ الشَّعْبِيِّ قَالَ : قَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ : أَهْدَى دِحْيَةُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُفَّيْنِ ، فَلَبِسَهُمَا.
وَقَالَ إِسْرَائِيلُ : عَنْ جَابِرٍ ، عَنْ عَامِرٍ وَجُبَّةً فَلَبِسَهُمَا حَتَّى تَخَرَّقَا لاَ يَدْرِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِكًى هُمَا أَمْ لاَ.
قَالَ أَبُو عِيسَى : وَأَبُو إِسْحَاقَ هَذَا هُوَ أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ ، وَاسْمُهُ سُلَيْمَانُ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৭৪ | মুসলিম বাংলা