আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৬৬
রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৬৬। আব্দ ইবন হুমায়দ (রাযিঃ)... কায়লা বিনত মাখরামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-এর পরিধানে দু’টি জাফরানী তহবন্দ দেখেছি। কিন্তু তাতে জাফরানী রংের লেশমাত্র ছিল না (অর্থাৎ পুরাতন হওয়ায় রং উঠে গিয়েছিল)। এ হাদীসখানা একটি দীর্ঘ ঘটনার সাথে সম্পৃক্ত।
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ : حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ حَسَّانَ الْعَنْبَرِيُّ ، عَنْ جَدَّتَيْهِ ، دُحَيْبَةَ وَعُلَيْبَةَ ، عَنْ قَيْلَةَ بِنْتِ مَخْرَمَةَ قَالَتْ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ أَسْمَالُ مُلَيَّتَيْنِ كَانَتَا بِزَعْفَرَانٍ وَقَدْ نَفَضَتْهُ.
وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ.
وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ.


বর্ণনাকারী: