কায়লা বিনতে মাখরামা (রাঃ)

قيلة بنت مخرمة الغنوية

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): মহিলা সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত কায়লা বিনতে মাখরামা রাযি. কায়লা বিনতে মাখরামা রাযি. একজন খ্যাতনামা সাহাবিয়া। তিনি তামীম গোত্রের শাখা 'বানুল আম্বার'-এর লোক। এ গোত্রের যারা ইসলাম গ্রহণ করেছেন, তিনি ছিলেন তাদের প্রথমদিকের একজন। তাঁর মায়ের নাম সাফিয়্যা বিনতে সায়ফী যিনি বিখ্যাত সাহাবী আকসাম ইবন সায়ফী রাযি.-এর বোন। হযরত কায়লা রাযি.-এর প্রথম স্বামীর নাম হাবীব ইবন আযহার। তার ঔরসে তিনি কয়েকটি কন্যাসন্তানের জন্মদান করেন। তারপর হাবীবের ইন্তিকাল হয়ে যায়। তখন তাঁর ভাই আছওয়াব ইবন আযহার কায়লা রাযি.- এর মেয়েদেরকে জোরপূর্বক নিজের কাছে নিয়ে যান। এই অবসরে কায়লা রাযি. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভের জন্য মদীনা মুনাওয়ারার উদ্দেশে রওয়ানা হন। তাঁর হিজরতের ঘটনা বড় কৌতূহলোদ্দীপক। কায়লা রাযি. নিজেই সে ঘটনা সবিস্তারে বর্ণনা করেছেন, যা বিভিন্ন হাদীছগ্রন্থে কোথাও সংক্ষেপে এবং কোথাও বিস্তারিত উদ্ধৃত হয়েছে। এখানে ঘটনার সারসংক্ষেপ উল্লেখ করা যাচ্ছে। হযরত কায়লা রাযি. বলেন- আমার স্বামীর ইন্তিকালের পর তার ভাই যখন আমার কন্যাদেরকে কেড়ে নিয়ে গেল, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

قيلة بنت مخرمة ب د ع: قيلة بنت مخرمة الغنوية وقيل العنزية وقيل العنبرية وهو الصحيح، لأنه قد قيل فيها: التميمية، والعنبر من تميم. 3712 روى عبد الله بن حسان العنبري، قال: حدثني جدتاي صفية، ودحيبة، ابنتا عليبة وكانتا ربيبتي قيلة بنت مخرمة، وكانت جدة أبيهما، أخبرتهما قيلة بنت مخرمة، وكانت تحت حبيب بن أزهر أخي بني جناب، فولدت له النساء، فتوفي عنها، فانتزع بناتها عمر بن أثوب بن أزهر فخرجت تبتغي الصحابة إلى رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ في أول الإسلام، فبكت جويرية منهن حديثة، وهي أصغرهن، وعليها سييج لها فرحمتها فاحتملتها معها. وذكر القصة بطولها، وقالت: فقدمنا على رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وهو يصلي بالناس صلاة الغداة، فسمعت رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: " المسلم أخو المسلم، يسعهما الماء والشجر، ويتعاونان على الفتان ". أخرجه الثلاثة، وهو حديث طويل كثير الغريب، أخرجه أبو نعيم، وأبو عمر مختصرا، وأخرجه ابن منده مطولا. (2372) أخبرنا غير واحد، بإسنادهم عن محمد... বিস্তারিত পড়ুন