আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৪৭
রাসূলুল্লাহ (ﷺ) এর খিযাব লাগানো
৪৭।ইবরাহীম ইবন হারুন (রাহঃ)... বশীর ইবন খাসাসীয়া (রাযিঃ)-এর সহধমিণী জাহযামাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ (ﷺ) কে শির মুবারক পরিপাটি করতে করতে তাঁর ঘর থেকে বাইরে আসতে দেখেছি। তখন তিনি গোসল শেষ করছিলেন এবং তাঁর মাথায় মেহেদীর রং ও গন্ধ শোভা পাচ্ছিল।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, হাদীসের শেষ অংশে رَدْغٌ, শব্দ ছিল, না رَدْعٌ হবে তা নিয়ে সন্দেহ পোষণ করেন (তবে উভয় শব্দের অর্থ কাছাকাছি)।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, হাদীসের শেষ অংশে رَدْغٌ, শব্দ ছিল, না رَدْعٌ হবে তা নিয়ে সন্দেহ পোষণ করেন (তবে উভয় শব্দের অর্থ কাছাকাছি)।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ قَالَ : أَنْبَأَنَا النَّضْرُ بْنُ زُرَارَةَ ، عَنْ أَبِي جَنَابٍ ، عَنْ إِيَادِ بْنِ لَقِيطٍ ، عَنِ الْجَهْدَمَةِ ، امْرَأَةِ بِشْرِ ابْنِ الْخَصَاصِيَّةِ ، قَالَتْ : أَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ مِنْ بَيْتِهِ يَنْفُضُ رَأْسَهُ وَقَدِ اغْتَسَلَ ، وَبِرَأْسِهِ رَدْعٌ مِنْ حِنَّاءٍ أَوْ قَالَ : رَدْغٌ شَكَّ فِي هَذَا الشَّيْخُ.
قَالَ أَبُو عِيسَى : وَرَوَى أَبُو عَوَانَةَ هَذَا الْحَدِيثَ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ ، فَقَالَ : عَنْ أُمِّ سَلَمَةَ.
قَالَ أَبُو عِيسَى : وَرَوَى أَبُو عَوَانَةَ هَذَا الْحَدِيثَ عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ ، فَقَالَ : عَنْ أُمِّ سَلَمَةَ.
