আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৪৬
রাসূলুল্লাহ (ﷺ) এর খিযাব লাগানো
৪৬।সুফয়ান ইবন ওয়াকী’ (রাযিঃ)... উসমান ইবন মাওয়াহব (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) খিযাব ব্যবহার করতেন কি-না এ ব্যাপারে আবু হুরায়রা (রাযিঃ)-কে একবার জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ জি, হ্যাঁ।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, এই হাদীসখানা উসমান ইবন আব্দুল্লাহ ইবন মাওয়াহব (রাযিঃ) থেকে আবৃ’ আওয়ানা বর্ণনা করেন। তিনি আবু হুরায়রা (রাযিঃ)-এর পরিবর্তে উম্মে সালমা (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেন।
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنْ شَرِيكٍ ، عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ قَالَ : سُئِلَ أَبُو هُرَيْرَةَ : هَلْ خَضَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ : نَعَمْ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৪৬ | মুসলিম বাংলা