আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৯
মোহরে নবুওয়াত
১৯।আহমদ ইবন আব্দা যাব্বী, আলী ইবন হুজর এবং আরো অনেকে (রাহঃ)... আলী (রাযিঃ)-এর দৌহিত্র ইবরাহীম ইবন মুহাম্মাদ (রাহঃ) বলেন: আলী (রাযিঃ) যখন রাসূলুল্লাহ (ﷺ) এর গুণাবলী বর্ণনা করতেন – এ বলে অনুরূপ একটি দীর্ঘ হাদীস রিওয়ায়াত করতেন। তিনি বলতেনঃ তাঁর দু’কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবূওয়াত অবস্থিত ছিল। আর তিনি সর্বশেষ নবী (ﷺ)।
حدّثنا أحْمدُ بْنُ عَبدَةَ الضَّبَّيُّ، وعَلِيُّ بنُ حُجْرٍ، وغَيرُ واحدٍ قالوا: أنْبأنا عيسى بنُ يونسَ، عن عُمَرَ بنِ عبدِ اللهِ مولي غُفْرَةَ قال: حدّثني إبراهيمُ بنُ محمّدٍ - من ولدِ عليِّ بنِ أبي طالبٍ - قال: كان عليٌّ إذا وصفَ رسُولَ اللهِ صلى الله عليه وآله وسلم - فذكرَ الحديثَ بطولهِ - وقال: بينَ كتفيهِ خاتمُ النّبوّةِ، وهو خاتم النَّبيِّينَ.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ১৯ | মুসলিম বাংলা