আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৮
মোহরে নবুওয়াত
১৮। আবু মুসআব মাদানী (রাহঃ)... রুমায়ছা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : সা’দ ইবন মু’আয (রাযিঃ)-এর ওফাতের দিন আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, তাঁর ওফাতে পরম দয়ালু আল্লাহ্ তাআলার আরশ কেঁপে উঠেছিল। রুমায়ছা (রাযিঃ) বলেন: রাসূলুল্লাহ (ﷺ) যখন এই উক্তি করেন তখন আমি তাঁর এত নিকটে ছিলাম যে, ইচ্ছে করলে মোহরে নবৃওয়াত চুম্বন করতে পারতাম।
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ، عَنْ أَبِيهِ، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ جَدَّتِهِ رُمَيْثَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَلَوْ أَشَاءُ أن أُقَبِّلَ الْخَاتَمَ الَّذِي بَيْنَ كَتِفَيْهِ مِنْ قُرْبِهِ لَفَعَلْتُ - يَقُولُ لِسَعْدِ بْنِ مُعَاذٍ يَوْمَ مَاتَ: «اهْتَزَّ لَهُ عَرْشُ الرَّحْمَنِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
শামাঈলে তিরমিযী - হাদীস নং ১৮ | মুসলিম বাংলা