আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ১০০০
কুরআনের কতিপয় আয়াতের তাফসীর।

মধ্যবর্তী নামায
১০০০। আবু ইয়ারবূ আল-মাখযূমী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি যায়েদ ইবনে ছাবিত (রাযিঃ)-কে বলতে শুনেছেন, মধ্যবর্তী নামায হচ্ছে যুহরের নামায ।
بَابُ: التَّفْسِيرِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ الْحُصَيْنِ، عَنْ أَبِي يَرْبُوعٍ الْمَخْزُومِيِّ، أَنَّهُ سَمِعَ زَيْدَ بْنَ ثَابِتٍ، يَقُولُ: «الصَّلاةُ الْوُسْطَى صَلاةُ الظُّهْرِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ১০০০ | মুসলিম বাংলা