আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৯৯
দাঁড়িয়ে পেশাব করা।
৯৯৯। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ আমি স্বপ্নে আবু কুহাফার পুত্র (আবু বাকর)-কে কূপ থেকে এক অথবা দুই বালতি পানি তুলতে দেখলাম। বালতি টেনে তুলতে তার মধ্যে দুর্বলতা লক্ষ্য করলাম। আল্লাহ তাকে ক্ষমা করুন। অতঃপর আমি উমার ইবনুল খাত্তাবকে বালতি তুলতে দেখলাম। লোকদের মধ্যে তার মতো শক্তিশালী আর কাউকে দেখিনি। সে কূপ থেকে বালতি দিয়ে পানি তুলতে থাকলো । এমনকি লোকেরা নিজ নিজ পশুর পানি পান করার জলাধার পূর্ণ করে নিলো। **
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَأَيْتَ ابْنَ أَبِي قُحَافَةَ نَزَعَ ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ فِي نَزْعِهِ ضَعْفٌ، وَاللَّهُ يَغْفِرُ لَهُ، ثُمَّ قَامَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَاسْتَحَالَتْ غَرْبًا، فَلَمْ أَرَ عَبْقَرِيًّا مِنَ النَّاسِ يَنْزِعُ نَزْعَهُ، حَتَّى ضَرَبَ النَّاسَ بِعَطَنٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৯৯৯ | মুসলিম বাংলা