আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৮- বিবিধ প্রসঙ্গ।
হাদীস নং: ৯৫৬
হাঁচির জওয়াব দেয়া।
৯৫৬। আব্দুল্লাহ ইবনে আবু বাকর ইবনে আমর ইবনে হাযম (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “তোমাদের কেউ হাঁচি দিলে তার (আলহামদু লিল্লাহ-এর) জওয়াব দাও (ইয়ারহামুকাল্লাহ বলো)। সে আবার হাঁচি দিলে আবার জওয়াব দাও, আবার হাঁচি দিলে আবার জওয়াব দাও। আবার হাঁচি দিলে বলো, তোমার শ্লেষ্মা আছে (ঠাণ্ডা লেগেছে)। আব্দুল্লাহ ইবনে আবু বাকর (রাহঃ) বলেন, এ কথাটি তিনি (আবু বাকর) তৃতীয় বারের পর বলেছেন না চতুর্থ বারের পর, তা আমার মনে নেই।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, তোমাদের কেউ হাঁচি দিলে তার জওয়াব দাও। আবার হাঁচি দিলে আবার জওয়াব দাও। দুই-তিনবার হাঁচি দেয়ার পরও জওয়াব না দিলে তাও জায়েয, যদি আগেই একবার জওয়াব দেয়া হয়ে থাকে।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, তোমাদের কেউ হাঁচি দিলে তার জওয়াব দাও। আবার হাঁচি দিলে আবার জওয়াব দাও। দুই-তিনবার হাঁচি দেয়ার পরও জওয়াব না দিলে তাও জায়েয, যদি আগেই একবার জওয়াব দেয়া হয়ে থাকে।**
بَابُ: تَشْمِيتِ الْعَاطِسِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِنْ عَطَسَ فَشَمِّتْهُ، ثُمَّ إِنْ عَطَسَ فَشَمِّتْهُ، ثُمَّ إِنْ عَطَسَ فَشَمِّتْهُ، ثُمَّ إِنْ عَطَسَ، فَقُلْ لَهُ: إِنَّكَ مَضْنُوكٌ ".
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ: لا أَدْرِي أَبَعْدَ الثَّالِثَةِ، أَوِ الرَّابِعَةِ.
قَالَ مُحَمَّدٌ: إِذَا عَطَسَ فَشَمِّتْهُ، ثُمَّ إِنْ عَطَسَ فَشَمِّتْهُ، فَإِنْ لَمْ تُشَمِّتْهُ حَتَّى يَعْطُسَ مَرَّتَيْنِ، أَوْ ثَلاثًا أَجْزَاكَ أَنْ تُشَمِّتَهُ مَرَّةً وَاحِدَةً
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ: لا أَدْرِي أَبَعْدَ الثَّالِثَةِ، أَوِ الرَّابِعَةِ.
قَالَ مُحَمَّدٌ: إِذَا عَطَسَ فَشَمِّتْهُ، ثُمَّ إِنْ عَطَسَ فَشَمِّتْهُ، فَإِنْ لَمْ تُشَمِّتْهُ حَتَّى يَعْطُسَ مَرَّتَيْنِ، أَوْ ثَلاثًا أَجْزَاكَ أَنْ تُشَمِّتَهُ مَرَّةً وَاحِدَةً
