আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৪৭
আবু বাকর সিদ্দীক (রাযিঃ)-র মর্যাদা।
৯৪৭। আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ ﷺ (মসজিদের) মিম্বরের উপর বসলেন, অতঃপর বলেনঃ “আল্লাহ তাআলা তাঁর এক বান্দাকে দুনিয়ার সৌন্দর্য ও বিলাস সামগ্রী অথবা তাঁর নিকট রক্ষিত জিনিসের যে কোন একটি বেছে নেয়ার এখতিয়ার দিলেন। বান্দা নিজের জন্য আল্লাহর কাছে রক্ষিত জিনিস বেছে নিলো।” একথা শুনে আবু বাকর (রাযিঃ) কেঁদে দিলেন এবং বললেন, আমাদের পিতা-মাতা আপনার জন্য নিবেদিতপ্রাণ হোক। রাবী বলেন, তার একথায় আমরা আশ্চর্য বোধ করলাম। লোকেরা বললো, এই বৃদ্ধের কাণ্ড দেখো। রাসূলুল্লাহ ﷺ এক বান্দা সম্পর্কে সংবাদ দিচ্ছেন যে, আল্লাহ তাআলা তাকে এখতিয়ার দিয়েছেন, আর এই বৃদ্ধ বলছেন, আমাদের পিতা-মাতা আপনার জন্য নিবেদিতপ্রাণ হোক। রাসূলুল্লাহ ﷺ -কে (দুনিয়া ও আখেরাতের যে কোন একটি বেছে নেয়ার) এখতিয়ার দেয়া হয়েছে। একথা আবু বাকর (রাযিঃ) আমাদের চেয়ে অধিক ভালো জানেন। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “লোকদের মধ্যে আবু বাক্রই সম্পদ দিয়ে এবং সংগ দিয়ে আমার উপর সর্বাধিক অনুগ্রহ করেছে। আমি যদি কোন ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তবে অবশ্যই আবু বাকরকে বন্ধু বানাতাম। কিন্তু ইসলামী ভ্রাতৃত্ব বজায় থাকবে। মসজিদে (নববীতে) আবু বাকরের জানালা ছাড়া আর কারো জানালা অবশিষ্ট থাকবে না ।”
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ، عَنْ عُبَيْدٍ يَعْنِي ابْنَ حُنَيْنٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ: «إِنَّ عَبْدًا خَيَّرَهُ اللَّهُ تَعَالَى بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا مَا شَاءَ، وَبَيْنَ مَا عِنْدَهُ، فَاخْتَارَ الْعَبْدُ مَا عِنْدَهُ» ، فَبَكَى أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَقَالَ: فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا، قَالَ: فَعَجِبْنَا لَهُ، وَقَالَ النَّاسُ: انْظُرُوا إِلَى هَذَا الشَّيْخِ يُخْبِرُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَبَرِ عَبْدٍ خَيَّرَهُ اللَّهُ تَعَالَى، وَهُوَ يَقُولُ: فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا.
فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الْمُخَيَّرُ، وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَعْلَمَنَا بِهِ.
وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَمَنَّ النَّاسِ عَلَيَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلا لاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلا، وَلَكِنْ أُخُوَّةُ الإِسْلامِ، وَلا يَبْقَيَنَّ فِي الْمَسْجِدِ خَوْخَةٌ إِلا خَوْخَةُ أَبِي بَكْرٍ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৯৪৭ | মুসলিম বাংলা