আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৯৪৬
রাসূলুল্লাহ ﷺ -এর সাহাবীগণের মর্যাদা। সাদ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ)-র মর্যাদা।
৯৪৬। ইবনে উমার (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ একটি সেনাবাহিনী (এক যুদ্ধে) পাঠান এবং উসামা ইবনে যায়েদ (রাযিঃ)-কে তাদের সেনাপতি নিয়োগ করেন। লোকেরা তার সেনাপতিত্বের ব্যাপারে আপত্তি তুললো। তখন রাসূলুল্লাহ ﷺ দাঁড়লেন এবং বললেনঃ “তোমরা তার নেতৃত্বের ব্যাপারে আপত্তি তুলেছো এবং তোমরা তার পিতার নেতৃত্বের বেলায়ও আপত্তি তুলেছিলে। আল্লাহর শপথ! তার মধ্যে নেতৃত্বের যোগ্যতা ছিলো এবং তার পরে (যায়েদ ইবনে হারিছার পর) লোকদের মধ্যে উসামা আমার কাছে অধিক প্রিয়।”
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: قَالَ ابْنُ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا " بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْثًا، فَأَمَّرَ عَلَيْهِمْ أُسَامَةَ بْنَ زَيْدٍ، فَطَعَنَ النَّاسُ فِي إِمْرَتِهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: إِنْ تَطْعَنُوا فِي إِمْرَتِهِ، فَقَدْ كُنْتُمْ تَطْعَنُونَ فِي إِمْرَةِ أَبِيهِ مِنْ قَبْلُ، وَايْمُ اللَّهِ إِنْ كَانَ لَخَلِيقًا لِلإِمْرَةِ، وَإِنْ كَانَ لَمِنْ أَحَبِّ النَّاسِ إِلَيَّ مِنْ بَعْدِهِ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৯৪৬ | মুসলিম বাংলা