আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৮৯৪
কুকুর পোষা।
৮৯৪। সুফিয়ান ইবনে আবু যুহাইর (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছিঃ “কৃষিক্ষেত অথবা মেষপাল পাহারা দেয়ার প্রয়োজন ব্যতীত কোন ব্যক্তি কুকুর পোষলে প্রতিদিন তার আমল থেকে একটি করে কীরাত** ঘাটতি হতে থাকে।" সায়েব ইবনে ইয়াযীদ (রাহঃ) বলেন, আমি জিজ্ঞেস করলাম, আপনি (সুফিয়ান) কি সরাসরি রাসূলুল্লাহ ﷺ -এর কাছে একথা শুনেছেন? তিনি বলেন, হ্যাঁ, কাবার প্রভুর শপথ এবং এই মসজিদের (মসজিদে নববী) প্রভুর শপথ ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, কোন প্রয়োজন ব্যতীত কুকুর পোষা মাকরূহ। কিন্তু বাড়ি-ঘড়, মেষ-বকরীর পাল এবং কৃষি জমীর পাহারা দেয়ার উদ্দেশ্যে কুকুর পোষায় দোষ নেই।
بَابُ: اقْتِنَاءِ الْكَلْبِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ خُصَيْفَةَ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ سُفْيَانَ بْنَ أَبِي زُهَيْرٍ، وَهُوَ رَجُلٌ مِنْ شَنُوءَةَ، وَهُوَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ أُنَاسًا مَعَهُ، وَهُوَ عِنْدَ بَابِ الْمَسْجِدِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنِ اقْتَنَى كَلْبًا لا يُغْنِي بِهِ زَرْعًا، وَلا ضَرْعًا نُقِصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ» .
قَالَ: قُلْتُ، أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: إِي وَرَبِّ الْكَعْبَةِ، وَرَبِّ هَذَا الْمَسْجِدِ.
قَالَ مُحَمَّدٌ: يُكْرَهُ اقْتِنَاءُ الْكَلْبِ لِغَيْرِ مَنْفَعَةٍ، فَأَمَّا كَلْبُ الزَّرْعِ أَوِ الضَّرْعِ أَوِ الصَّيْدِ أَوِ الْحَرَسِ فَلا بَأْسَ بِهِ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৮৯৪ | মুসলিম বাংলা