আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৮৯৩
মদীনার ফযীলাত।
৮৯৩। জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। এক বেদুইন রাসূলুল্লাহ ﷺ -এর হাতে ইসলাম গ্রহণের বাইআত করলো।** অতঃপর সে মদীনার জ্বরে আক্রান্ত হলো এবং রাসূলুল্লাহ ﷺ এর কাছে এসে বললো, আমার বাইআত ছিন্ন করুন। কিন্তু তিনি তার কথা প্রত্যাখ্যান করলেন। সে পুনরায় এসে বললো, আমার বাইআত ছিন্ন করুন। তিনি এবারও তার কথা প্রত্যাখ্যান করলেন। সে পুনর্বার এসে বললো, আমার বাইআত ছিন্ন করুন । তিনি এবারও তার কথা প্রত্যাখ্যান করলেন। অতঃপর বেদুইন (মদীনা থেকে) চলে গেলো এবং রাসূলুল্লাহ ﷺ বলেনঃ মদীনা হলো হাপরের ন্যায়। তা নিজের মধ্য থেকে ময়লা দূর করে দেয় এবং পবিত্র জিনিসগুলো নিজের ভিতরে রেখে দেয়।
بَابُ: فَضْلِ الْمَدِينَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الإِسْلامِ، ثُمَّ أَصَابَهُ وَعْكٌ بِالْمَدِينَةِ، فَجَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، ثُمَّ جَاءَ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، ثُمَّ جَاءَ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، فَخَرَجَ الأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَدِينَةَ كَالْكِيرِ، تَنْفِي خَبَثَهَا وَتَنْصَعُ طِيبَهَا»
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৮৯৩ | মুসলিম বাংলা