আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৮৩৬
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
সেচের ব্যাপারে সমঝোতা স্থাপন এবং পানি বণ্টন।
৮৩৬। আব্দুল্লাহ ইবনে আবু বাকর (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ 'মাহয়ূর' ও ‘মুযায়নাব' নামক পানির নালা দু'টি সম্পর্কে বলেনঃ “উচ্চ ভূমির লোকদের জমিতে পায়ের গোছা পর্যন্ত জমা হওয়ার পর তারা নিম্ন ভূমির লোকদের জন্য পানির প্রবাহ ছেড়ে দিবে।”
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। কেননা এভাবেই পরস্পরের মধ্যে সন্ধি ও সমঝোতা স্থাপিত হতে পারে। প্রত্যেক সম্প্রদায়ের জন্য নিজ নিজ পানির উৎসসমূহ, বৃষ্টির পানি ও ঝর্ণাধারা সম্পর্কে যে কোন ধরনের সমঝোতা স্থাপন করা এবং আপোষে কথাবার্তা চূড়ান্ত করে নেয়া জায়েয ও উত্তম ।
كتاب البيوع في التجارات والسلم
بَابُ الصُّلْحِ فِي الشِّرْبِ وَقِسْمَةِ الْمَاءِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي سَبِيلِ مَهْزُورٍ وَمُذَيْنِبٍ: يُمْسِكُ حَتَّى يَبْلُغَ الْكَعْبَيْنِ، ثُمَّ يُرْسِلُ الأَعْلَى عَلَى الأَسْفَلِ ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهِ نَأْخُذُ، لأَنَّهُ كَانَ كَذَلِكَ الصُّلْحُ بَيْنَهُمْ: لِكُلِّ قَوْمٍ مَا اصْطَلَحُوا، وَأَسْلَمُوا عَلَيْهِ مِنْ عُيُونِهِمْ وَسُيُولِهِمْ وَأَنْهَارِهِمْ وَشِرْبِهِمْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৮৩৬ | মুসলিম বাংলা