আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৯
৩৬৩। আসরের ওয়াক্ত
৫২২। মুহাম্মাদ ইবনে মুকাতিল (রাহঃ) ..... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ)-এর সঙ্গে যোহরের নামায আদায় করলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আনাস ইবনে মালিক (রাযিঃ) এর কাছে গেলাম। আমরা গিয়ে তাঁকে আসরের নামায আদায়ে রত পেলাম। আমি তাঁকে বললাম চাচা! এ কোন নামায যা আপনি আদায় করলেন? তিনি বললেন, আসরের নামায আর এ হল রাসূলুল্লাহ (ﷺ) এর নামায, যা আমরা তাঁর সাথে আদায় করতাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন