আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৪৮
৩৬৩। আসরের ওয়াক্ত
৫২১। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে আসরের নামায আদায় করতাম। নামাযের পর লোকেরা আমর ইবনে আওফ গোত্রের মহল্লায় গিয়ে তাদেরকে নামায আদায় করা অবস্থায় পেত।*

*বনু আমর মদীনা শরীফ থেকে দু'মাইল দূরে কুবা নামক স্থানে বসবাসরত ছিল। এ হাদীস থেকে বুঝা যায় মসজিদে নববীতে আসরের নামায একটু আগে আদায় করা হত। আর অপরাপর মসজিদে একটু বিলম্বে আদায় করা হত। ইমাম আবু হানীফা (রাহঃ) সাধারণ মানুষের প্রতি লক্ষ্য রেখে অন্যান্য বিশুদ্ধ হাদীসের আলোকে দেরীতে আসর পড়ার পক্ষে মত দিয়েছেন। তবে অবশ্যই তা সূর্যকিরণ নিস্প্রভ হওয়ার আগে হতে হবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন