আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়

হাদীস নং: ৫২১৭
আন্তর্জাতিক নং: ৫৬১৯
২৯৬৭. পান করার ক্ষেত্রে প্রথমে ডানের ব্যক্তি, তারপর ক্রমান্বয়ে ডানের ব্যক্তির অগ্রাধিকার
৫২১৭। ইসমা‘ঈল (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) -এর সামনে পানি মেশানো দুধ পবিরেশন করা হল। তার ডান পার্শ্বে ছিল জনৈক বেদুঈন ও বাম পার্শ্বে ছিলেন আবু বকর (রাযিঃ)। নবী করীম (ﷺ) দুধ পান করলেন। তারপর বেদুঈন লোকটিকে তা দিয়ে বললেনঃ ডানের লোকের অগ্রাধিকার। এরপর তার ডানের লোকের।
باب الأَيْمَنَ فَالأَيْمَنَ فِي الشُّرْبِ
5619 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلَبَنٍ قَدْ شِيبَ بِمَاءٍ، وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ، وَعَنْ شِمَالِهِ أَبُو بَكْرٍ، فَشَرِبَ ثُمَّ أَعْطَى الأَعْرَابِيَّ، وَقَالَ: «الأَيْمَنَ فَالأَيْمَنَ»

হাদীসের ব্যাখ্যা:

হযরত আনাস ইবন মালিক রাযি. থেকে বর্ণিত হাদীছটিতে দেখা যাচ্ছে, সর্বপ্রথম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধপান করেছেন। তিনি ছিলেন মজলিসের সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তি। তাই শুরুটা তাঁর থেকেই হওয়ার কথা। তারপর তিনি তাঁর ডান পাশে যে ছিল তাকে পান করতে দিয়েছেন। ডান পাশে ছিল এক বেদুঈন। বাম পাশে হযরত আবু বকর সিদ্দীক রাযি.। মর্যাদায় হযরত আবু বকর সিদ্দীক রাযি. শ্রেষ্ঠ হলেও তিনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বামদিকে ছিলেন, তাই বেদুঈনের উপর তাঁকে অগ্রাধিকার দেওয়া হয়নি। অগ্রাধিকার দেওয়া হয়েছে ডান দিকের জনকে। যদিও সে একজন বেদুঈন এবং মর্যাদায় হযরত আবু বকর সিদ্দীক রাযি. অপেক্ষা অনেক নিচে।

নিয়ম হচ্ছে, মজলিসে যিনি সর্বাপেক্ষা সম্মানী, শুরুটা তার থেকেই হবে। তারপর পর্যায়ক্রমে তার ডানদিক থেকে বিতরণ হতে থাকবে। বামদিকের লোকদের তুলনায় তাদের অধিকার বেশি, যদিও গুরুত্ব ও মর্যাদায় বামদিকের লোকদের তুলনায় ডানদিকের লোকেরা সাধারণ পর্যায়ের হয়। এ ঘটনায় ডানদিকে ছিলেন একজন বেদুইন। অন্যদিকে বামদিকে ছিলেন হযরত আবূ বকর সিদ্দীক রাযি.-এর মতো একজন বয়স্ক ও গণ্যমান্য ব্যক্তি।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. খাবার, পানীয় বা অন্য যে-কোনও বস্তু বিতরণকালে মজলিসের সর্বাপেক্ষা সম্মানী ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে।

খ. তারপর পর্যায়ক্রমে তার ডানদিক থেকে বিতরণ হতে থাকবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫২১৭ | মুসলিম বাংলা