আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৬১৮
২৯৬৬. উটের পিঠে আরোহী অবস্থায় পান করা
৫২১৬। মালিক ইবনে ইসমা‘ঈল (রাহঃ) ......... উম্মুল ফযল বিনতে হারিস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী করীম (ﷺ) -এর কাছে এক পেয়ালা দুধ পাঠিয়ে ছিলেন। তখন নবী করীম (ﷺ) ‘আরাফাতে বিকালে অবস্থান করছিলেন। তিনি নিজ হাতে পেয়ালাটি গ্রহণ করেন এবং তা পান করেন।
আবুন নযর থেকে মালিক عَلَى بَعِيرِهِ (তাঁর উটের উপর আরোহী অবস্থায় ছিলেন) কথাটি বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন