আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৭৯৩
বিক্রয়ে শর্ত আরোপ এবং যে কারণে বিক্রয় বাতিল হয়।
৭৯৩। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলতেন, কোন ব্যক্তি কেবল তার এমন বাঁদীর সাথে সহবাস করতে পারে, যাকে সে ইচ্ছা করলে বিক্রিও করতে পারে অথবা দানও করতে পারে অথবা ভিন্নরূপ যা করার ইচ্ছা তাই করতে পারে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইবনে উমার (রাযিঃ)-র কথার ব্যাখ্যা এই যে, কোন ক্রীতদাসের জন্য এমন কোন ক্রীতদাসীর সাথে সহবাস করা জায়েয নয়, যাকে সে আযাদ ব্যক্তির ন্যায় অন্যকে দান করতে পারে না। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিক্হবিদদের এটাই সাধারণ মত ।**
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ: «لا يَطَأُ الرَّجُلُ وَلِيدَةً إِلا وَلِيدَتَهُ، إِنْ شَاءَ بَاعَهَا، وَإِنْ شَاءَ وَهَبَهَا، وَإِنْ شَاءَ صَنَعَ بِهَا مَا شَاءَ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهَذَا تَفْسِيرٌ، أَنَّ الْعَبْدَ لا يَنْبَغِي أَنْ يَتَسَرَّى، لأَنَّهُ إِنْ وَهَبَ لَمْ يَجُزْ هِبَتُهُ، كَمَا يَجُوزُ هِبَةُ الْحُرِّ، فَهَذَا مَعْنَى قَوْلِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৭৯৩ | মুসলিম বাংলা