আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৭৯২
বিক্রয়ে শর্ত আরোপ এবং যে কারণে বিক্রয় বাতিল হয়।
৭৯২। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নিজের সাকীফ গোত্রীয় স্ত্রীর (যয়নব) নিকট থেকে একটি বাঁদী ক্রয় করলেন। তার স্ত্রী এই শর্তে তা বিক্রি করলেন, 'আপনি যদি একে পুনরায় বিক্রি করেন তাহলে যে পরিমাণ মূল্যই চান আমার কাছে বিক্রি করবেন’ । এ ব্যাপারে তিনি উমার (রাযিঃ)-র কাছে মাসআলা জিজ্ঞেস করলেন। তিনি বলেন, এই বাঁদীর সাথে সঙ্গম করো না। কেননা এর সাথে অন্যের শর্ত যুক্ত রয়েছে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। যদি ক্রেতা বা বিক্রেতা ক্রয়-বিক্রয়ের সাথে এমন শর্ত আরোপ করে, যা ক্রয়-বিক্রয়ের শর্তের অন্তর্ভুক্ত নয় এবং তাতে ক্রেতা বা বিক্রেতার কোন স্বার্থ যুক্ত থাকে, তবে এই প্রকারের ক্রয়-বিক্রয় বাতিল গণ্য হবে। ইমাম আবু হানীফারও এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। যদি ক্রেতা বা বিক্রেতা ক্রয়-বিক্রয়ের সাথে এমন শর্ত আরোপ করে, যা ক্রয়-বিক্রয়ের শর্তের অন্তর্ভুক্ত নয় এবং তাতে ক্রেতা বা বিক্রেতার কোন স্বার্থ যুক্ত থাকে, তবে এই প্রকারের ক্রয়-বিক্রয় বাতিল গণ্য হবে। ইমাম আবু হানীফারও এই মত।
بَابُ: الِاشْتِرَاطِ فِي الْبَيْعِ وَمَا يُفْسِدُهُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، " اشْتَرَى مِنِ امْرَأَتِهِ الثَّقَفِيَّةِ جَارِيَةً، وَاشْتَرَطَتْ عَلَيْهِ: إِنَّكَ إِنْ بِعْتَهَا فَهِيَ لِي بِالثَّمَنِ الَّذِي تَبِيعُهَا بِهِ، فَاسْتَفْتَى فِي ذَلِكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ، فَقَالَ: لا تَقْرَبْهَا، وَفِيهَا شَرْطٌ لأَحَدٍ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، كُلُّ شَرْطٍ اشْتَرَطَ الْبَائِعُ عَلَى الْمُشْتَرِي، أَوِ الْمُشْتَرِي عَلَى الْبَائِعِ لَيْسَ مِنْ شُرُوطِ الْبَيْعِ، وَفِيهِ مَنْفَعَةٌ لِلْبَائِعِ، أَوِ الْمُشْتَرِي، فَالْبَيْعُ فَاسِدٌ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، كُلُّ شَرْطٍ اشْتَرَطَ الْبَائِعُ عَلَى الْمُشْتَرِي، أَوِ الْمُشْتَرِي عَلَى الْبَائِعِ لَيْسَ مِنْ شُرُوطِ الْبَيْعِ، وَفِيهِ مَنْفَعَةٌ لِلْبَائِعِ، أَوِ الْمُشْتَرِي، فَالْبَيْعُ فَاسِدٌ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
