আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৩- উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ৭৩৪
ওয়ালার মীরাস।
৭৩৪। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। তাকে জিজ্ঞেস করা হলো, কোন স্বাধীন মহিলার গর্ভে কোন গোলামের ঔরসজাত সন্তান থাকলে তার ওয়ালায়ার অধিকারী কে হবে? তিনি বলেন, তার পিতা যদি দাসত্বমুক্ত হওয়ার পূর্বেই মারা গিয়ে থাকে তবে তার (সন্তানের) মাকে মুক্তকারীগণ তার ওয়ালায়ার অধিকারী হবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। যদি তার পিতা দাসত্বমুক্ত হওয়ার পর মারা যায়, তবে তার ওয়ালায়ার মালিক হবে তার পিতার আযাদকারীগণ। ইমাম আবু হানীফা এবং হানাফী ফিকহবিদদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। যদি তার পিতা দাসত্বমুক্ত হওয়ার পর মারা যায়, তবে তার ওয়ালায়ার মালিক হবে তার পিতার আযাদকারীগণ। ইমাম আবু হানীফা এবং হানাফী ফিকহবিদদের এটাই সাধারণ মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي مُخْبِرٌ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ سُئِلَ عَنْ عَبْدٍ لَهُ وَلَدٌ مِنَ امْرَأَةٍ حُرَّةٍ، لِمَنْ وَلاؤُهُمْ؟ قَالَ: إِنْ مَاتَ أَبُوهُمْ وَهُوَ عَبْدٌ لَمْ يُعْتَقْ، فَوَلَاؤُهُمْ لِمَوَالِي أُمِّهِمْ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَإِنْ أُعْتِقَ أَبُوهُمْ قَبْلَ أَنْ يَمُوتَ جَرَّ وَلاءَهُمْ، فَصَارَ وِلَايَتُهُمْ لِمَوَالِي أَبِيهِمْ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَإِنْ أُعْتِقَ أَبُوهُمْ قَبْلَ أَنْ يَمُوتَ جَرَّ وَلاءَهُمْ، فَصَارَ وِلَايَتُهُمْ لِمَوَالِي أَبِيهِمْ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ
