আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৩- উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়

হাদীস নং: ৭২৭
ফুফুর প্রাপ্য অংশ।
৭২৭। আব্দুর রহমান ইবনে হানযালা (রাহঃ) থেকে বর্ণিত। কুরাইশের মুক্তদাস বয়ঃবৃদ্ধ ইবনে মিরসী (রাহঃ) বলেন, আমি উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র কাছে বসা ছিলাম। তিনি হরের নামায পড়ার পর বলেন, হে ইয়ারফা! সেই পত্রটি নিয়ে এসো। পত্রটি তিনি ফুফুর উত্তরাধিকার সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে লিখেছিলেন। তিনি তা দেখবেন এবং আল্লাহর কাছে ইস্তেখারা করবেন যে, তার জন্য কোন অংশ আছে কিনা? ইয়ারফা পত্রটি নিয়ে তার কাছে এলো। অতঃপর তিনি একটি পানির পাত্র বা পিয়ালা চাইলেন। পত্রটি তিনি পাত্রের পানির মধ্যে ধুয়ে ফেলেন, অতঃপর বলেন, তোমার জন্য আল্লাহর অনুমোদন থাকলে তিনি তোমাকে বহাল রাখতেন, তোমার জন্য আল্লাহর অনুমোদন থাকলে তিনি তোমাকে বহাল রাখতেন (পত্রের লেখা মুছে যেতে দিতেন না)।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَنْظَلَةَ بْنِ عَجْلانَ الزُّرَقِيِّ، أَنَّهُ أَخْبَرَهُ، عَنْ مَوْلًى لِقُرَيْشٍ كَانَ قَدِيمًا يُقَالُ لَهُ ابْنُ مِرْسٍ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَلَمَّا صَلَّى صَلاةَ الظُّهْرِ قَالَ: يَا يَرْفَأُ، هَلُمَّ ذَلِكَ الْكِتَابَ لِكِتَابٍ كَانَ كَتَبَهُ فِي شَأْنِ الْعَمَّةِ يُسْأَلُ عَنْهُ، وَيَسْتَخْبِرُ اللَّهَ، هَلْ لَهَا مِنْ شَيْءٍ؟ فَأَتَى بِهِ يَرْفَأُ، ثُمَّ دَعَا بِتَوْرٍ فِيهِ مَاءٌ أَوْ قَدَحٍ، فَمَحَا ذَلِكَ الْكِتَابَ فِيهِ، ثُمَّ قَالَ: لَوْ رَضِيَكِ اللَّهُ أَقَرَّكِ، لَوْ رَضِيَكِ اللَّهُ أَقَرَّكِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৭২৭ | মুসলিম বাংলা