আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি

হাদীস নং: ৭১২
মদপানের শাস্তি।
৭১২। ছাওর ইবনে যায়েদ আদ-দীলী (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) শরাব পানের শাস্তি সম্পর্কে পরামর্শ করলেন। আলী (রাযিঃ) বলেন, আমার মতে তাকে আশি ঘা চাবুক মারা উচিত। কেননা সে মদ পান করলে কাণ্ডজ্ঞানশূন্য হয়ে যায়, আর জ্ঞানশূন্য হলে আজেবাজে কথা বকে, আর আজেবাজে কথা বললেই সে মিথ্যা কথা বলবে। অতএব উমার (রাযিঃ) শরাবপানে আশি বেত্রাঘাত করেন।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ثَوْرُ بْنُ زَيْدٍ الدِّيلِيُّ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ اسْتَشَارَ فِي الْخَمْرِ يَشْرَبُهَا الرَّجُلُ، فَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: أَرَى أَنْ تَضْرِبَهُ ثَمَانِينَ، فَإِنَّهُ إِذَا شَرِبَهَا سَكِرَ، وَإِذَا سَكِرَ هَذَى، وَإِذَا هَذَى افْتَرَى "، أَوْ كَمَا قَالَ.
فجَلَدَ عُمَرُ فِي الْخَمْرِ ثَمَانِينَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৭১২ | মুসলিম বাংলা