আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
হাদীস নং: ৭১১
মদপানের শাস্তি।
৭১১। সায়েব ইবনে ইয়াযীদ (রাহঃ) বলেন, হযরত উমার (রাযিঃ) আমাদের কাছে এলেন এবং বললেন, আমি অমুক ব্যক্তির মুখ থেকে শরাবের গন্ধ পেয়েছি। আমি তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করলে সে বললো যে, হ্যাঁ, সে তালায়া নামক শরাব পান করেছে। এখন আমি এ সম্পর্কে জিজ্ঞেস করছি, এটা নেশার উদ্রেক করে কি না? যদি তা নেশার উদ্রেক করে তবে আমি তাকে শাস্তি দিবো। অতএব হযরত উমার (রাযিঃ) তাকে বেত্রাঘাত করেন।
بَابُ: الْحَدِّ فِي الشُّرْبِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ، أَخْبَرَهُ قَالَ: خَرَجَ عَلَيْنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَقَالَ: إِنِّي وَجَدْتُ مِنْ فُلانٍ رِيحَ شَرَابٍ، فَسَأَلْتُهُ، فَزَعَمَ أَنَّهُ شَرِبَ طِلاءً، وَأَنَا سَائِلٌ عَنْهُ، فَإِنْ كَانَ يُسْكِرُ جَلَدْتُهُ الْحَدَّ، فَجَلَدَهُ الْحَدَّ
