আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি

হাদীস নং: ৭০৯
ক্রীতদাস যেনা করলে বা শরাব পান করলে তার শাস্তি।
৭০৯। ইমাম মালেক (রাহঃ) বলেন, ইবনে শিহাব (রাহঃ)-কে ক্রীতদাসের শরাব পান করার অপরাধের শাস্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি যতোদূর জানতে পেরেছি, তার শাস্তি আযাদ ব্যক্তির শাস্তির অর্ধেক। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ), উছমান ইবনে আফফান (রাযিঃ), আলী ইবনে আবু তালিব (রাযিঃ) ও আব্দুল্লাহ ইবনে আমের (ইমাম মালেকের মুওয়াত্তায় আব্দুল্লাহ ইবনে উমার) নিজ নিজ ক্রীতদাসদের শরাব পানের অপরাধে আযাদ লোকের শান্তির অর্ধেক শাস্তি দিতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। শরাব এবং নেশা জাতীয় জিনিস পান করলে তার শাস্তি হচ্ছে আশি বেত্রাঘাত। কিন্তু ক্রীতদাসের ক্ষেত্রে এই শাস্তির পরিমাণ চল্লিশ বেত্রাঘাত। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং হানাফী ফিকহবিদদের এটাই সাধারণ মত।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، وَسُئِلَ عَنْ حَدِّ الْعَبْدِ فِي الْخَمْرِ؟ فَقَالَ: بَلَغَنَا أَنَّ عَلَيْهِ نِصْفَ حَدِّ الْحُرِّ، وَأَنَّ عَلِيًّا، وَعُمَرَ، وَعُثْمَانَ، وَابْنَ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ جَلَدُوا عَبِيدَهُمْ نِصْفَ حَدِّ الْحُرِّ فِي الْخَمْرِ ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، الْحَدُّ فِي الْخَمْرِ وَالسُّكْرِ ثَمَانُونَ، وَحَدُّ الْعَبْدِ فِي ذَلِكَ أَرْبَعُونَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৭০৯ | মুসলিম বাংলা