আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি

হাদীস নং: ৭০৮
ক্রীতদাস যেনা করলে বা শরাব পান করলে তার শাস্তি।
৭০৮। আবুয যিনাদ (রাহঃ) থেকে বর্ণিত। হযরত উমার ইবনে আব্দুল আযীয (রাহঃ) যেনার মিথ্যা অপবাদ আরোপ করার অপরাধে একটি ক্রীতদাসকে আশি ঘা চাবুক মারেন। আবুয যিনাদ (রাহঃ) বলেন, আমি এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রবীআকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি উছমান ইবনে আফ্ফান (রাযিঃ) এবং অপরাপর খলীফার যুগ পেয়েছি। কিন্তু আমি তাদের কাউকে যেনার অপবাদ আরোপ করার অপরাধে ক্রীতদাসকে চল্লিশ ঘার অধিক চাবুক মারতে দেখিনি।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি যে, যেনার অপবাদ আরোপ করার ক্ষেত্রেও ক্রীতদাসকে চল্লিশ ঘা চাবুক মারতে হবে। এটা আযাদ লোকের শাস্তির অর্ধেক। ইমাম আবু হানীফা এবং হানাফী ফিকহবিদদের এটাই সাধারণ মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، أَنَّهُ جَلَدَ عَبْدًا فِي فِرْيَةٍ ثَمَانِينَ.
قَالَ أَبُو الزِّنَادِ: فَسَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ، فَقَالَ: أَدْرَكْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ وَالْخُلَفَاءَ هَلُمَّ جَرًّا، فَمَا رَأَيْتُ أَحَدًا ضَرَبَ عَبْدًا فِي فِرْيَةٍ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يُضْرَبُ الْعَبْدُ فِي الْفِرْيَةِ إِلا أَرْبَعِينَ جَلْدَةً نِصْفَ حَدِّ الْحُرِّ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৭০৮ | মুসলিম বাংলা