আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৬০৭
২৯৬১. দুধ পান করা।
৫২০৬। মাহমুদ (রাহঃ) ......... বারা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) মক্কা থেকে রওয়ানা হলেন। তখন তাঁর সঙ্গে ছিলেন আবু বকর (রাযিঃ)। আবু বকর (রাযিঃ) বলেনঃ আমরা এক রাখালের কাছ দিয়ে যাচ্ছিলাম। সে সময়ে রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন খুব পিপাসার্ত। আবু বকর (রাযিঃ) বলেনঃ আমি তখন একটি পাত্রে ভেড়ার দুধ দোহন করলাম। তিনি তা পান করলেন, আমি খুব আনন্দিত হলাম। এমন সময় সুরাকা ইবনে জু‘শুম একটি ঘোড়ার উপর আরোহণ করে আমাদের কাছে আসলো। নবী করীম (ﷺ) তাকে বদ দু‘আর মনস্থ করলে, সে নবী করীম (ﷺ) -এর কাছে আবেদন জানাল, যেন তিনি তার প্রতি বদ দু‘আ না করেন এবং সে যেন নিরাপদে ফিরে যেতে পারে। নবী করীম (ﷺ) তা-ই করলেন।
