আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬০- পানীয় দ্রব্যাদীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৬০৬
২৯৬১. দুধ পান করা।
৫২০৫। ‘উমর ইবনে হাফস (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু হুমায়দ (রাযিঃ) নামক এক আনসারী নাকি‘ নামক স্থান থেকে এক পেয়ালা দুধ নিয়ে নবী করীম (ﷺ) -এর নিকট আসলেন। তখন নবী করীম (ﷺ) তাকে বললেনঃ এটিকে ঢেকে আননি কেন? এর উপর একটি কাঠি স্থাপন করে হলেও ঢেকে রাখা উচিত ছিল।
আবু সুফিয়ান (রাহঃ) এ হাদীসটি জাবির (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
আবু সুফিয়ান (রাহঃ) এ হাদীসটি জাবির (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
