আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১০- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৬৭৯
কূপ খনন করার সময় চাপা পড়ে মারা গেলে তার দিয়াত।
৬৭৯। তাবিঈ হিযাম (কোন কোন বর্ণনায় হারাম) ইবনে সাঈদ ইবনে মুহাইয়্যাসা (রাহঃ) থেকে বর্ণিত। বারাআ ইবনে আযেব (রাযিঃ)-র একটি উষ্ট্রী এক ব্যক্তির বাগানে প্রবেশ করে তার ফসলের ক্ষতিসাধন করে। রাসূলুল্লাহ ﷺ ফয়সালা দিলেনঃ “দিনের বেলা বাগানের মালিক বাগানের হেফাযত করবে। আর রাতের বেলা পশু ফসলের ক্ষতি সাধন করলে — পশুর মালিক সেজন্য দায়ী হবে।”**
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حَازِمِ بْنِ سَعِيدِ بْنِ مُحِيِّصَةَ، أَنَّ نَاقَةً لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ دَخَلَتْ حَائِطًا لرجُلٍ، فَأَفْسَدَتْ فِيهِ، فَقَضَى رَسُولُ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " أَنَّ عَلَى أَهْلِ الْحَائِطِ حِفْظَهَا بِالنَّهَارِ، وَأَنَّ مَا أَفْسَدَتِ الْمَوَاشِي بِاللَّيْلِ فَالضَّمَانُ عَلَى أَهْلِهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৬৭৯ | মুসলিম বাংলা