আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১০- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৬৭৯
- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
কূপ খনন করার সময় চাপা পড়ে মারা গেলে তার দিয়াত।
৬৭৯। তাবিঈ হিযাম (কোন কোন বর্ণনায় হারাম) ইবনে সাঈদ ইবনে মুহাইয়্যাসা (রাহঃ) থেকে বর্ণিত। বারাআ ইবনে আযেব (রাযিঃ)-র একটি উষ্ট্রী এক ব্যক্তির বাগানে প্রবেশ করে তার ফসলের ক্ষতিসাধন করে। রাসূলুল্লাহ ﷺ ফয়সালা দিলেনঃ “দিনের বেলা বাগানের মালিক বাগানের হেফাযত করবে। আর রাতের বেলা পশু ফসলের ক্ষতি সাধন করলে — পশুর মালিক সেজন্য দায়ী হবে।”**
كتاب الديات
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ حَازِمِ بْنِ سَعِيدِ بْنِ مُحِيِّصَةَ، أَنَّ نَاقَةً لِلْبَرَاءِ بْنِ عَازِبٍ دَخَلَتْ حَائِطًا لرجُلٍ، فَأَفْسَدَتْ فِيهِ، فَقَضَى رَسُولُ اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ " أَنَّ عَلَى أَهْلِ الْحَائِطِ حِفْظَهَا بِالنَّهَارِ، وَأَنَّ مَا أَفْسَدَتِ الْمَوَاشِي بِاللَّيْلِ فَالضَّمَانُ عَلَى أَهْلِهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৬৭৯ | মুসলিম বাংলা