আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১০- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৭৭
মুখমণ্ডল ও মাথার জখমের দিয়াত।
৬৭৭। সুলায়মান ইবনে ইয়াসার (রাহঃ) বলেন, মুখমণ্ডলের আঘাতে যদি তা ত্রুটিযুক্ত হয়ে না যায়, তবে তার দিয়াত মাথার আঘাতের সমপরিমাণ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মুখমণ্ডলের আঘাতের দিয়াত এবং মাথার আঘাতের দিয়াত একসমান । এর প্রতিটির জন্য পূর্ণ দিয়াতের এক-দশমাংশ দিয়াত আদায় করতে হবে। ইবরাহীম নাখঈ, আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মুখমণ্ডলের আঘাতের দিয়াত এবং মাথার আঘাতের দিয়াত একসমান । এর প্রতিটির জন্য পূর্ণ দিয়াতের এক-দশমাংশ দিয়াত আদায় করতে হবে। ইবরাহীম নাখঈ, আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
بَابُ: الْمُوضِحَةِ فِي الْوَجْهِ وَالرَّأْسِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ , أَنَّهُ قَالَ فِي الْمُوضِحَةِ فِي الْوَجْهِ: إِنْ لَمْ تُعِبِ الْوَجْهَ مِثْلَ مَا فِي الْمُوضِحَةِ فِي الرَّأْسِ.
قَالَ مُحَمَّدٌ: الْمُوضِحَةُ فِي الْوَجْهِ وَالرَّأْسِ سَوَاءٌ، فِي كُلِّ وَاحِدَةٍ نِصْفُ عُشْرِ الدِّيَةِ، وَهُوَ قَوْلُ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، وَأبي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
قَالَ مُحَمَّدٌ: الْمُوضِحَةُ فِي الْوَجْهِ وَالرَّأْسِ سَوَاءٌ، فِي كُلِّ وَاحِدَةٍ نِصْفُ عُشْرِ الدِّيَةِ، وَهُوَ قَوْلُ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ، وَأبي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
