আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৫২১
যে ব্যক্তি মক্কায় ইহরাম বাঁধে সে কি বাইতুল্লাহ তাওয়াফ করবে?
৫২১। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) যখন মক্কায় ইহরাম বাঁধতেন, তখন মিনা থেকে ফিরে আসার পূর্বে বাইতুল্লাহও তাওয়াফ করতেন না এবং সাফা-মারওয়ার মাঝেও সাঈ করতেন না। আর তিনি-তাওয়াফ করার পরই সাঈ করতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, উল্লেখিত নিয়ম অনুসরণ করাও জায়েয। আবার মিনায় যাওয়ার পূর্বে যদি তাওয়াফ এবং সাঈ করে, তবে তাও জায়েয়। মোটকথা উভয় পদ্ধতিই উত্তম। কিন্তু আমাদের পছন্দনীয় পদ্ধতি এই যে, তাওয়াফের সময় প্রথম তিন চক্করে রমল পরিত্যাগ করবে না, তা মিনায় যাওয়ার পূর্বে অথবা পরেই তাওয়াফ করুক না কেন। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
بَابُ: الرَّجُلِ يُحْرِمُ مِنْ مَكَّةَ هَلْ يَطُوفُ بِالْبَيْتِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ «إِذَا أَحْرَمَ مِنْ مَكَّةَ لَمْ يَطُفْ بِالْبَيْتِ، وَلا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ حَتَّى يَرْجِعَ مِنْ مِنًى، وَلا يَسْعَى إِلا إِذَا طَافَ حَوْلَ الْبَيْتِ» ، قَالَ مُحَمَّدٌ: إِنْ فَعَلَ هَذَا أَجْزَأَهُ، وَإِنْ طَافَ وَرَمَلَ وَسَعَى قَبْلَ أَنْ يَخْرُجَ أَجْزَأَهُ ذَلِكَ، كُلُّ ذَلِكَ حَسَنٌ إِلا أَنَّا نُحِبُّ لَهُ أَنْ لا يَتْرُكَ الرَّمَلَ بِالْبَيْتِ فِي الأَشْوَاطِ الثَّلاثَةِ الأُوَلِ إِنْ عَجَّلَ، أَوْ أَخَّرَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৫২১ | মুসলিম বাংলা