আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৫২০
মুহাসাবে যাত্রাবিরতি করে নামায পড়া।**
৫২০। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) আল-মুহাসসাব নামক স্থানে যুহর, আসর, মাগরিব ও এশার নামায পড়তেন। অতঃপর রাতের বেলা মক্কায় প্রবেশ করে তিনি বাইতুল্লাহ তাওয়াফ করতেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এটাই উত্তম। কিন্তু কোন ব্যক্তি মুহাসসাবে যাত্রাবিরতি না করলে তাকে কাফ্ফারা দিতে হবে না। ইমাম আবু হানীফারও এই মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এটাই উত্তম। কিন্তু কোন ব্যক্তি মুহাসসাবে যাত্রাবিরতি না করলে তাকে কাফ্ফারা দিতে হবে না। ইমাম আবু হানীফারও এই মত ।
بَابُ: النُّزُولِ بِالْمُحَصَّبِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ «يُصَلِّي الظُّهْرَ، وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ، وَالْعِشَاءَ بِالْمُحَصَّبِ، ثُمَّ يَدْخُلُ مِنَ اللَّيْلِ فَيَطُوفُ بِالْبَيْتِ» ، قَالَ مُحَمَّدٌ: هَذَا حَسَنٌ، وَمَنْ تَرَكَ النُّزُولَ بِالْمُحَصَّبِ، فَلا شَيْءَ عَلَيْهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
