আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৫০৭
কোরবানীর পশুকে কাপড়ের ঝুল পরানো।
৫০৭। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ) তার কোরবানীর উটের ঝুল কাটতেন না। মিনা থেকে রওয়ানা হয়ে ভোরে আরাফাতে না পৌঁছা পর্যন্ত তিনি তার কোরবানীর পশুকে ঝুল পরাতেন না। তিনি মিসরীয় কাপড়েরর তৈরী চারটি ঝুল পরাতেন । অতঃপর তা কাবার গেলাফের কাজে ব্যবহারের জন্য মক্কায় পাঠিয়ে দিতেন। নাফে (রাহঃ) বলেন, কাবা ঘরের গেলাফ তৈরীর রীতি শুরু হওয়ার পর ঝুল পরানোর রীতি বন্ধ হয়ে যায়।
بَابُ: جِلالِ الْبُدْنِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ " لا يَشُقُّ جِلالَ بُدْنِهِ، وَكَانَ لا يُجَلِّلُهَا حَتَّى يَغْدُوَ بِهَا مِنْ مِنًى إِلَى عَرَفَةَ وَكَانَ يُجَلِّلُهَا بِالْحُلَلِ وَالْقُبَاطِيِّ وَالأَنْمَاطِ، ثُمَّ يَبْعَثُ بِجِلالِهَا، فَيَكْسُوهَا الْكَعْبَةَ، قَالَ: فَلَمَّا كُسِيَتِ الْكَعْبَةُ هَذِهِ الْكِسْوَةَ أَقْصَرَ مِنَ الْجِلالِ
