আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৫০৬
দুর্বলদের মুযদালিফা থেকে মিনার দিকে আগেই পাঠাতে হবে।
৫০৬। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) ছোটদেরকে মুযদালিফা থেকে মিনার দিকে আগেই পাঠিয়ে দিতেন। তারা মিনায় পৌঁছে ফজরের নামায পড়তো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, দুর্বলদের আগেভাগেই মিনার উদ্দেশে পাঠিয়ে দেয়ায় কোন দোষ নেই। তবে তাদের তাকিদ করে বলতে হবে যে, তারা যেন সূর্য উদয় হওয়ার পূর্বে জামরায় পাথর নিক্ষেপ না করে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, দুর্বলদের আগেভাগেই মিনার উদ্দেশে পাঠিয়ে দেয়ায় কোন দোষ নেই। তবে তাদের তাকিদ করে বলতে হবে যে, তারা যেন সূর্য উদয় হওয়ার পূর্বে জামরায় পাথর নিক্ষেপ না করে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
بَابُ: مَنْ قَدَّمَ الضَّعَفَةَ مِنَ الْمُزْدَلِفَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ سَالِمٍ، وَعُبَيْدِ اللَّهِ ابْنَيْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يُقَدِّمُ صِبْيَانَهُ مِنَ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى حَتَّى يُصَلُّوا الصُّبْحَ بِمِنًى» ، قَالَ مُحَمَّدٌ: لا بَأْسَ بِأَنْ تُقَدَّمَ الضَّعَفَةُ وَيُوغِرَ إِلَيْهِمْ أَنْ لا يَرْمُوا الْجَمْرَةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
