আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৮১
মৃতদের ও বৃদ্ধদের পক্ষ থেকে হজ্জ করা।
৪৮১। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ফযল ইবনে আব্বাস রাসূলুল্লাহ ﷺ -এর সাথে সওয়ারীতে পিছনে উপবিষ্ট ছিলেন। এ সময় খাছআম গোত্রের এক মহিলা তাঁর কাছে ফতোয়া জিজ্ঞেস করতে আসে। ফযলও মেয়েলোকটির দিকে তাকাচ্ছিল এবং সেও ফযলের দিকে তাকাচ্ছিল। রাসূলুল্লাহ ﷺ স্বহস্তে ফযলের মুখ অন্যদিকে ঘুরিয়ে দিলেন। মহিলাটি বললো, হে আল্লাহর রাসূল! আমার পিতার উপর এমন সময় হজ্জ ফরয হলো যখন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সওয়ারীর উপর স্থির থাকার সামর্থ্যও তার নেই। আমি কি তার পক্ষ থেকে হজ্জ করতে পারি? তিনি বলেন, 'হ্যাঁ'। (রাবী বলেন) এটা বিদায় হজ্জের সময়কার ঘটনা।
بَابُ: الْحَجِّ عَنِ الْمَيِّتِ أَوْ عَنِ الشَّيْخِ الْكَبِيرِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ أَخْبَرَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ، قَالَ: كَانَ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَأَتَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمٍ تَسْتَفْتِيهِ، قَالَ: فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا، وَتَنْظُرُ إِلَيْهِ، قَالَ: فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ بِيَدِهِ إِلَى الشِّقِّ الآخَرِ، فَقَالَتْ: " يَا رَسُولَ اللَّهِ، إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكْتُ أَبِي شَيْخًا كَبِيرًا، لا يَسْتَطِيعُ أَنْ يَثْبُتَ عَلَى الرَّاحِلَةِ، أَفَأَحُجُّ عَنْهُ؟ قَالَ: نَعَمْ "، وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ
