আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৮০
কাবাঘরের অভ্যন্তরে প্রবেশ করা এবং নামায পড়া।
৪৮০। ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ কাবার অভ্যন্তরে প্রবেশ করলেন। তাঁর সাথে ছিলেন উসামা ইবনে যায়েদ (রাযিঃ), বিলাল (রাযিঃ) ও উছমান ইবনে তালহা (রাযিঃ)। তিনি (উছমান) ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন এবং নবী ﷺ কিছুক্ষণ কাবার অভ্যন্তরভাগে অবস্থান করেন। আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, তাঁরা যখন বের হয়ে আসলেন, আমি বিলালকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ ﷺ আমার ভিতরে কি করেছেন? বিলাল বলেন, তিনি একটি থাম নিজের বাঁদিকে, দু'টি থাম ডানদিকে এবং তিনটি থাম পিছনে রেখে নামায পড়েছেন। তখন কাবাঘর ছয়টি থামের উপর নির্মিত ছিলো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। কাবার অভ্যন্তরে নামায পড়া উত্তম, মুস্তাহাব। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। কাবার অভ্যন্তরে নামায পড়া উত্তম, মুস্তাহাব। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত ।
بَابُ: الصَّلاةِ فِي الْكَعْبَةِ وَدُخُولِهَا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " دَخَلَ الْكَعْبَةَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ، وَبِلالٌ، وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الْحَجَبِيُّ، فَأَغْلَقَهَا عَلَيْهِ، وَمَكَثَ فِيهَا، قَالَ عَبْدُ اللَّهِ: فَسَأَلْتُ بِلالا حِينَ خَرَجُوا مَاذَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: " جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ، وَعَمُودَيْنِ عَنْ يَمِينِهِ، وَثَلاثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ، ثُمَّ صَلَّى، وَكَانَ الْبَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، الصَّلاةُ فِي الْكَعْبَةِ حَسَنَةٌ جَمِيلَةٌ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
