আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৪৫৯
- হজ্ব - উমরার অধ্যায়
উমরার সময় কোরবানী করা ও চুল খাটো করার বর্ণনা।
৪৫৯। ইবনে উমার (রাযিঃ) বলতেন, “ফামাস তাইসারা মিনাল হাদই” দ্বারা উট অথবা গরু বুঝানো হয়েছে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা আলী (রাযিঃ)-র মত গ্রহণ করেছি। مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ (কোরবানীর জন্য যা সহজলভ্য হয়) আয়াত দ্বারা বকরী বুঝানো হয়েছে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা আলী (রাযিঃ)-র মত গ্রহণ করেছি। مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ (কোরবানীর জন্য যা সহজলভ্য হয়) আয়াত দ্বারা বকরী বুঝানো হয়েছে। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই মত।
كتاب الحج
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ: «مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ بَعِيرٌ أَوْ بَقَرَةٌ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِقَوْلِ عَلِيٍّ نَأْخُذُ، مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ شَاةٌ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا