আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪৫৮
উমরার সময় কোরবানী করা ও চুল খাটো করার বর্ণনা।
৪৫৮। হযরত আলী (রাযিঃ) বলতেন, কোরআন মজীদের আয়াত, “ফামাস তাইসারা মিনাল হাদই” দ্বারা বকরী বুঝানো হয়েছে।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَلِيًّا، كَانَ يَقُولُ: «مَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ شَاةٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪৫৮ | মুসলিম বাংলা