আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪২৬
ইহরাম অবস্থায় যে ধরনের কাপড় পরিধান করা মাকরূহ।
৪২৬। আতা ইবনে আবু রাবাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ -এর কাছে এক বেদুইন আসলো। তিনি তখন হুনাইনে ছিলেন। লোকটির পরিহিত জামায় হলুদ রং-এর চিহ্ন ছিল। সে বললো, হে আল্লাহর রাসূল! আমি উমরার জন্য ইহরাম বেঁধেছি, আপনি আমাকে এখন কিভাবে তা পালন করার নির্দেশ দেন? রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তোমার পরিধানের জামা খুলে এই রং ধুয়ে ফেলো, অতঃপর যে নিয়মে হজ্জ করো ঠিক সেই নিয়মে উমরা করো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। জামা খুলে নিয়ে তার হলুদ রং ধুয়ে ফেলতে হবে।
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ قَيْسٍ الْمَكِّيُّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، أَنَّ أَعْرَابِيًّا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِحُنَيْنٍ، وَعَلَى الأَعْرَابِيِّ قَمِيصٌ بِهِ أَثَرُ صُفْرَةٍ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَهْلَلْتُ بِعُمْرَةٍ، فَكَيْفَ تَأْمُرُنِي أَصْنَعُ؟ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهِ عَلَيْهِ وَسَلَّمَ: «انْزَعْ قَمِيصَكَ وَاغْسِلْ هَذِهِ الصُّفْرَةَ عَنْكَ، وَافْعَلْ فِي عُمْرَتِكَ مِثْلَ مَا تَفْعَلُ فِي حَجِّكَ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، يَنْزَعُ قَمِيصَهُ وَيَغْسِلُ الصُّفْرَةَ الَّتِي بِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪২৬ | মুসলিম বাংলা