আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪১৭
ইহরাম অবস্থায় মুখ ঢাকা ।
৪১৭। আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রবীআ (রাহঃ) বলেন, আমি আল-আর নামক স্থানে উসমান ইবনে আফ্ফান (রাযিঃ)-কে গরমের দিনে ইরাম অবস্থায় একটি লাল চাদর দিয়ে নিজের মুখমণ্ডল ঢেকে রাখতে দেখেছি। ইতিমধ্যে তার কাছে শিকার করা প্রাণীর গোশত এলো। তিনি সাথের লোকদের বলেন, তোমরা খাও। তারা বললো, আপনি খাবেন না? তিনি বলেন, আমার অবস্থা তোমাদের মতো নয়, শিকার আমার উদ্দেশেই করা হয়েছিল।
بَابُ: الْمُحْرِمِ يُغَطِّي وَجْهَهُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ أَخْبَرَهُ، قَالَ: رَأَيْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ بِالْعَرْجِ وَهُوَ " مُحْرِمٌ فِي يَوْمٍ صَائِفٍ قَدْ غَطَّى وَجْهَهُ بِقَطِيفَةِ أُرْجُوَانٍ، ثُمَّ أُتِيَ بِلَحْمِ صَيْدٍ، فَقَالَ: كُلُوا، قَالُوا: أَلا تَأْكُلُ؟ قَالَ: لَسْتُ كَهَيْئَتِكُمْ، إِنَّمَا صِيدَ مِنْ أَجْلِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪১৭ | মুসলিম বাংলা