আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪১৬
ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ করানো।
৪১৬। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) বলতেন, কেউ ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ করাবে না। তবে কোন কারণে সে বাধ্য হয়ে পড়লে তা জায়েয। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ইরাম অবস্থায় রক্তমোক্ষণ করাতে কোন দোষ নেই, কিন্তু মাথা কামানো জায়েয নয়। আমরা জানতে পেরেছি যে, নবী ﷺ রোযা অবস্থায় ও ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ করিয়েছেন।** আমরা এই হাদীসের উপর আমল করি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
بَابُ: الْحِجَامَةِ لِلْمُحْرِمِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ: «لا يَحْتَجِمُ الْمُحْرِمُ إِلا أَنْ يَضْطَرَّ إِلَيْهِ مِمَّا لا بُدَّ مِنْهُ» ، قَالَ مُحَمَّدٌ: لا بَأْسَ بِأَنْ يَحْتَجِمَ الْمُحْرِمُ، وَلَكِنْ لا يَحْلِقُ شَعْرًا، بَلَغَنَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ مُحْرِمٌ، وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪১৬ | মুসলিম বাংলা