আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৪১৪
কোরবানীর পশুর পিঠে সওয়ার হওয়া।
৪১৪। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) অথবা (ইমাম মুহাম্মাদের সন্দেহ) উমার (রাযিঃ) বলতেন, কোন ব্যক্তি (মক্কায়) কোরবানীর উট পাঠালো, অতঃপর তা হারিয়ে গেলো অথবা মারা গেলো। যদি তা মানতেন কোরবানী হয়ে থাকে, তবে এর পরিবর্তে আরেকটি উট কোরবানী করতে হবে। আর যদি তা নফল কোরবানী হয়ে থাকে, তবে সে ইচ্ছা করলে এর পরিবর্তে আরেকটি পশু কোরবানী করতে পারে আবার নাও করতে পারে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই নীতি গ্রহণ করেছি। প্রয়োজনবোধে কোরবানীর পশু বাহন হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে যতোটুকু ক্ষতি হবে ততো পরিমাণ ক্ষতিপূরণ করতে হবে। ইমাম আবু হানীফারও এই মত।
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ، أَوْ عُمَرَ، شَكَّ مُحَمَّدٌ، كَانَ يَقُولُ: «مَنْ أَهْدَى بَدَنَةً فَضَلَّتْ، أَوْ مَاتَتْ، فَإِنْ كَانَتْ نَذْرًا أَبْدَلَهَا، وَإِنْ كَانَتْ تَطَوُّعًا، فَإِنْ شَاءَ أَبْدَلَهَا، وَإِنْ شَاءَ تَرَكَهَا» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَمَنِ اضْطُرَّ إِلَى رُكُوبِ بَدَنَتِهِ فَلْيَرْكَبْهَا فَإِنْ نَقَصَهَا ذَلِكَ شَيْئًا تَصَدَّقَ بِمَا نَقَصَهَا وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৪১৪ | মুসলিম বাংলা